মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: দুই যুবক নিহত

সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা দুই যুবক নিহত

দিনাজপুরে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার মৃত শামসাদের ছেলে শাহীন হোসেন (৩৫) ও শহরের সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মৃত মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন (৩৪)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেল যোগে ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন শহিদ ও শাহিন। পথে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল পঞ্চগড় হাইওয়ে রোডে মোটরসাইকেলের চাকার সামনে পড়েযায় কুকুর। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাইওয়ে থানা (দশমাইল) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কুয়েত থেকে ফিরতে পারে আড়াই লাখের বেশি বাংলাদেশি

সংবাদটি শেয়ার করুন