শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩ মিলিয়ন ডলার অনুদান দিবেন লিওনার্দো ডিক্যাপ্রিও

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কয়েক মাস ধরে চলা দাবানলে এ পর্যন্ত প্রায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। ঘর পুড়েছে ২ হাজারেরও বেশি। প্রাণীর মৃত্যু হয়েছে প্রায় ১০০ কোটি।

এই অবস্থা নিয়ন্ত্রনে আনতে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হয়েছে আগুন নিভাতে। হলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য তহবিল সংগ্রহের অনুরোধ জানিয়ে পোস্ট করেছেন।  হিউ জ্যাকম্যান, নিকোল কিডম্যান ও পিঙ্কসহ আরও অনেক বড় তারকারা ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে।

প্রযোজক ও পরিবেশবাদী মার্কিন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন সাহায্যের হাত বাড়ানোর কথা। তিনি প্রতিশ্রুতি দেন, ৩ মিলিয়ন ডলার দেয়ার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৮০ লাখ টাকা। এর পূর্বে তিনি ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন বাঁচাতে।

বিখ্যাত টাইটানিক সিনেমার নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশ রক্ষার জন্য একটি সংগঠন গড়ে তোলেন যার নাম আর্থ অ্যালায়েন্স। এ সংগঠন এর মাধ্যমেই অ্যামাজনের মূল্যবান সম্পদ ও প্রাণী রক্ষায় সাহায্য করেছিলেন তিনি।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  কোটি টাকায় বিক্রি হয়েছে গান্ধীর চশমা

সংবাদটি শেয়ার করুন