শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত ৭

দক্ষিণ কোরিয়ার উত্তরের প্রদেশ চুংচেওং-এ টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত জন। নিখোঁজ রয়েছেন ৩ জন।

দক্ষিণ কোরিয়ার উত্তরের প্রদেশ চুংচেওং-এ টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত জন। নিখোঁজ রয়েছেন ৩ জন।

বার্তা সংস্থা রয়টার্সে শনিবারে (১৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে চুংচেওং অঞ্চলের বিপজ্জনক অঞ্চল থেকে ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

যদিও দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ৫৬৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এরই মধ্যে চুংচেওং প্রদেশে থাকা গোসান বাঁধেও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ বাঁধের কাছাকাছি বেশ কয়েকটি নিচু গ্রাম রয়েছে, যেগুলো প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে। এ ছাড়া সেসব গ্রামকে সংযোগকারী অনেক রাস্তা এরই মধ্যে ডুবে গেছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, টানা ৩ দিন ধরে চলা প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের পাশাপাশি অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রদেশের অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কোরিয়া রেল রোড কর্পোরেশন বলেছে, সকল ধীরগতির ট্রেন এবং কিছু বুলেট ট্রেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘ইসলামবিরোধী কথা বলিনি, বক্তব্য বিকৃত করেছে তুরস্ক-ব্রাদারহুড’

সংবাদটি শেয়ার করুন