মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মানবদেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত

চীনে একটি শিশুর দেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত হয়েছে। কিন্তু স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মানুষের মধ্যে ধরনটির ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম।

২০০২ সালে উত্তর আমেরিকায় বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরনটি প্রথম শনাক্ত হয়। এর আগে এই ধরনে ঘোড়া এবং কুকুর আক্রান্ত হলেও মানুষের মধ্যে এটির সংক্রমণ হয়নি।

গতকাল মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) পক্ষ থেকে জানানো হয়েছে, হেনান প্রদেশ ৪ বছরের এক ছেলেশিশুর দেহে বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে ওই শিশু চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এনএইচসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিশুটির পরিবার বাড়িতে মুরগি পালন করত । সে বন্য হাঁস অধ্যুষিত এলাকায় থাকত। ছেলেটি সরাসরি পাখি থেকে সংক্রমিত হয়েছে। তবে এই ধরনের ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম রয়েছে। এই শিশুর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ‘কোনো অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।

এনএইচসি জনসাধারণকে মৃত অথবা অসুস্থ পাখি থেকে দূরে থাকতে বলেছে। পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

২০১৬ এবং ২০১৭ সালে বার্ডফ্লুর এইচ৭এন৯ ধরনে সংক্রমিত হয়ে প্রায় ৩০০ লোক প্রাণ হারায়।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মক্কা-মদিনায় ১৪৪ ধারা জারি

সংবাদটি শেয়ার করুন