বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ফের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। আজ রবিবার সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ রবিরার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

জানা যায়, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। তবে অনেকে এখনো ভেতরে রয়েছেন। এছাড়া পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানায়, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় আহত হন ১৫৮ জন ফিলিস্তিনি। সেইসাথে গ্রেফতার করা হয় তিন শতাধিক।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা মোকাবেলায় এখনো অনেক দেশ ভুল পথে হাঁটছে: টেড্রোস

সংবাদটি শেয়ার করুন