শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সমুদ্রসীমায় চীনের আগ্রাসন

ক্রমশেই ভারত মহাসাগরে আগ্রাসী হচ্ছে ‘ড্রাগন’। আন্তর্জাতিক সমুদ্রসীমায় ‘আঙ্কল স্যাম’কে সমানে টেক্কা দিয়ে সদর্পে টহল দিচ্ছে চীনা রণতরী। এর ফলে চিন্তায় পড়ে গেছে ভারতের প্রতিরক্ষা মহল।

সোমবার (২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের ‘নাভাল অফিসার ইনচার্জ’ কমোডর সুপ্রভ কুমার দে বলেন, ভারতীয় সমুদ্রসীমার আশপাশে আনাগোনা ক্রমেই বাড়ছে চীনা রণতরীগুলোর। তবে বিস্তীর্ণ এই সমুদ্রসীমায় যে কোনও আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌসেনার একাধিক সাবমেরিন।

সম্প্রতি, ভারতীয় জলসীমার আন্দামান ও নিকোবরের কাছে ঢুকে পড়ে চীনের একটি জাহাজ। তবে ভারতীয় নৌসেনা সতর্ক থাকায় সেটি নজরে পড়ে যায়। তারপরই ওই জাহাজটিকে জলসীমা থেকে বের করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ থেকেই আমেরিকা ও চীনের মধ্যে ভারত মহাসাগরে আধিপত্যের লড়াই চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এশিয়া মহাদেশের অন্যতম একটি শক্তিধর দেশ হিসেবে এই সমীকরণে জরিয়ে পড়েছে ভারতও। এছাড়াও শ্রীলঙ্কার হামবানটোটা ও পাকিস্তানের গদর বন্দরে চীনা সাবমেরিন ও যুদ্ধজাহাজের আনাগোনা যে দিল্লির উদ্বেগের বিষয় তা স্পষ্ট।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে ফ্রান্স-জার্মানি

সংবাদটি শেয়ার করুন