শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া

ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেন থেকে দখলকৃত ক্রিমিয়াতে সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সেনারা ঘাঁটিতে ফিরে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বুধবার এমনটি জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ অঞ্চলের সামরিক ইউনিট কৌশলগত অনুশীলন শেষ করে ঘাঁটিতে ফিরে আসছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনেও ক্রিমিয়া থেকে একটি ব্রিজ হয়ে সেনারা রাশিয়াতে ফিরে আসছে।

গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো শুরু করে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু গতকাল মঙ্গলবার বলেছেন, সীমান্তে মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনো বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকেরা বলছেন, এসব সেনা এখনো ইউক্রেনকে হুমকিতে রাখার মতো অবস্থায় রয়ে গেছে।’

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিলো ইউক্রেন

সংবাদটি শেয়ার করুন