শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরেই ‘লন্ডন লাভ’ এর শুটিং শেষ করতে চাই : ইফতেখার চৌধুরী

অবশেষে ঢাকাতেই শুরু হতে যাচ্ছে ‘লন্ডন লাভ’ সিনেমার শুটিং। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শাকিব খান। ঢাকায় কিছু অংশের শুটিংয়ের পর নভেম্বরের মাঝামাঝিতে লন্ডন এবং দুবাইতে গিয়ে হবে বাকি অংশের কাজ। ছবিটি নিয়ে ইফতেখার চৌধুরীর সাথে কথা বলেছেন দৈনিক আনন্দবাজারের প্রতিবেদক ওয়ালিউল সাকিব।

আনন্দবাজার: এই ছবিটিতে দুজন নায়িকা নেয়ার কথা ছিল। নায়িকা দুজন কি কনফার্ম হয়েছে। হলে তাদের সম্পর্কে কিছু বলুন…

ইফতেখার চৌধুরী: নায়িকা এখনও কনফার্ম হয়নি। তাই এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

আনন্দবাজার: লন্ডন ছাড়া আর কোথায় ছবিটির শুটিং হবে?

ইফতেখার চৌধুরী: লন্ডন ছাড়াও বাংলাদেশ এবং দুবাই এর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করব।

আনন্দবাজার: বাংলাদেশে তো ‘লন্ডন লাভ’ এর শুটিং করার পরিকল্পনা ছিল না। এখন শুটিং শুরুই করতে যাচ্ছেন ঢাকায়, এই ব্যাপারে যদি কিছু বলতেন…

ইফতেখার চৌধুরী: গল্পে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। ঢাকাকে নতুন করে গল্পে রাখছি। আমি চাই, চলতি বছরেই পুরো ছবির শুটিং শেষ করতে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝিতে লন্ডনের ভিসা মিলবে। তত দিনে যেটুকু পারি শুটিং এগিয়ে রাখতে চাই।

আনন্দবাজার: কবে নাগাদ শুটিং শুরু করবেন?

ইফতেখার চৌধুরী: ১৬ অক্টোবর শাকিব মালদ্বীপ যাবেন, ২২ অক্টোবর তার ফেরার কথা। দু-তিন দিন হয়তো তিনি বিশ্রাম নেবেন। এর পরই আমরা শুটিং শুরু করতে পারব বলে বিশ্বাস।

আনন্দবাজার: ছবিটি কি হলে মুক্তি দেয়া হবে নাকি ওটিটি প্ল্যাটফর্মে?

আরও পড়ুনঃ  প্রশংসা কুড়াচ্ছেন নওশাবা

ইফতেখার চৌধুরী: বর্তমান পরিস্থিতিতে, খুব সম্ভবত একটি মাল্টি-প্ল্যাটফর্মের মাধ্যমে ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে।

আনন্দবাজার: আপাতত ‘লন্ডন লাভ’ আর ‘মুক্তি’ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া আর কোন প্রোজেক্ট এই মুহূর্তে হাতে আছে কিনা?

ইফতেখার চৌধুরী: ‘মুক্তি’ এবং ‘লন্ডন লাভ’ এর পরে ‘গিয়াসউদ্দিন’, ‘পিকনিক’ ছাড়াও বেশকিছু বড় মাপের প্রোজেক্ট আমার হাতে আছে। যেগুলো নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন