শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে মুক্তি পেতে যাওয়া ঈদের আলোচিত ৬ নাটক

প্রতিটি উৎসব আয়োজনেই দর্শকদের বিনোদন দেওয়ার জন্য লুমিনো পিকচার্স ভিন্ন মাত্রার আয়োজন করে থাকে। এর ব্যতিক্রম ঘটেনি এবারের ঈদেও। এবারের ঈদে ৬ টি ভিন্ন মাত্রার নাটক দিয়ে সাজিয়েছে তাদের আয়োজন। নাটকগুলো মুক্তি পাবে তাদের ইউটিউব চ্যানেলে।

প্রতিষ্ঠানটির এবারের আয়োজনে থাকছে তাহসান রহমান খান ও মনিরা আক্তার মিঠু অভিনীত নাটক ‘আই মিস ইউ মা’। এছাড়া মারজুক রাসেল, অ্যালেন শুভ্র অভিনীত নাটক ‘আমার অপরাধ কি?’

ঈদের এই আয়োজনে থাকছে জোভান ও সাবিলা নূর অভিনীত ‘মধ্যবিত্ত হওয়াটাই পাপ’ এবং ‘ডেট রুম’ নামক দু’টি নাটক। এছাড়া থাকছে শহিদুজ্জামান সেলিম এবং এলেন শুভ্র অভিনীত নাটক ‘বাপরে বাপ!’। জোভান এবং তাসনুভা তিশা অভিনীত নাটক ‘সাহেব বিবি ও চোর’।

জানা গেছে, সবগুলো নাটকের প্রযোজক ছিলেন আর এইচ তানভীর এবং পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। সার্বিক তত্বাবধায়নে ছিলো প্রডাকশন হাউজ মোশন রক এন্টারটেইনমেন্ট।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  অস্কার মনোনয়নের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা নাজরিন চৌধুরী

সংবাদটি শেয়ার করুন