চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস। গতকাল রোববার জাবির অর্থনীতি বিভাগ আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশ: আকাক্সক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ভুল একেক সময় একেকজনের কথা মতো কৌশল নির্ধারণ। আমাদের কেন্দ্রীয় কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বন্ধ করা সম্ভব না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। আমাদের নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে। গবেষকদের মাধ্যমে আঞ্চলিক পরিকল্পনা ঠিক করতে হবে, ব্যবসায়ীদের দিয়ে নয়।
উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আনু মুহাম্মদ বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে আত্মসন্তুষ্টির সুযোগ নেই উল্লেখ করে বলেন, ভারত ও পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। কিন্তু ভারত, পাকিস্তানের মত ভাঙাচুরা অর্থনীতি আমাদের মডেল হতে পারে না।
গবেষক ড. মাহা মির্জা বাংলাদেশের পাটকল শিল্প প্রসঙ্গে বলেন, স্বাধীন দেশে ৫০ বছর ধরে পাটকল চললেও পর্যাপ্ত আধুনিকায়নের অভাবে উৎপাদন খরচ বাড়ছে। বেসরকারি খাতে যে পরিমাণ ভর্তুকি দেয়া হয় তার সিকি ভাগও রাষ্টায়ত্ব শিল্পখাতে দেয়া হয় না। রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোকে ঢালাওভাবে বেসরকারিকরণ করলেই যে তা লাভবান হবে তা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় না।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক নুরুল হক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।