চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাস এক সিএনজিকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা-চ ৫১০০৮৩ নম্বরের মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বুড়িচং উপজেলার কোরপাই নামক স্থানে সামনের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়।
এতে সিএনজিতে থাকা একজন যাত্রী ও চালক ছিটকে পড়ে গুরতর আহত হলে তাদের ইস্টার্ন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক যাত্রী আহম আলী (আনুমানিক ৫০) নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাস চালক সাইফুল এবং সিএনজি চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দূর্ঘটনার বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটে, এতে সিএনজিতে থাকা দুজনের একজন মারা যায় ও একজন আহত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে চলে যাই ও নিহতের পরিবারের সাথে যোগাযোগ করি। আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছি। এখন নিহতের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়টিও বিবেচনা করবে।’
আনন দবাজার/শহক