ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে রাজধানীর নামীদামী স্কুলের ভর্তি বাণিজ্য!

বন্ধ হচ্ছে রাজধানীর নামীদামী স্কুলের ভর্তি বাণিজ্য। চলতি বছর ১ম-৯ম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে সকল শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে সরকার। ফলে লটারিতে শিক্ষার্থী সঠিকভাবে ভর্তি করা গেলেই নামীদামী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 গতকাল বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, চলতি বছর করোনার কারণে বাধ্য হয়ে সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করতে স্বাভাবিক পরিস্থিতিতেও লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

সরকারের এই পদক্ষেপে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সহসভাপতি রবিউল হাসান ইমন জানান, লটারিতে ভর্তির পর গোপনে ভর্তি করা হচ্ছে কিনা তা সেটা মনিটরিং করা গেলে এবং আবেদন বাছাইয়ে স্বচ্ছতা থাকলে ভিকারুননিসাসহ যেসকল প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য চলে সেগুলো বন্ধ হবে। এই পদক্ষেপের জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই।

ধানমন্ডি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ভালো-মন্দ দুটিই হয়েছে এই পদ্ধতিতে। তবে করোনার সময়ের জন্য অবশ্যই ভালো সিদ্ধান্ত এর বিকল্প আমাদের হাতে নেই। তবে নবম শ্রেণির শিক্ষার্থীদের লটারি শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে। আর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কোন বাণিজ্য নেই। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি আলাদা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, আমাদের পাঠ্যক্রম পদ্ধতিতে যে পরিবর্তন এসেছে, তাতে কোনও স্কুলে পড়ছি তা নিয়ে খুব বেশি একটা তফাৎ থাকবে না। যে স্কুলেই পড়ুক না কেন টেলিভিশনে যে ক্লাসগুলো হচ্ছে তা সবার জন্য সমান।

তবে ২০২২ সালে যে শিক্ষাক্রম আসছে, কোন স্কুল কতটা নামি, আর বাকি শিক্ষার্থীরা কতটা মেধাবী, সেটার চেয়ে প্রত্যেক শিক্ষার্থী নিজে নিজে দলগতভাবে, কমিউনিটির সাথে হাতে-কলমে কীভাবে কাজ করবে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন