ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্ব সংকটে ভুগছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

 অস্তিত্ব সংকটে ভু্গছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। গেল এক বছরেও (২০১৮-১৯ শিক্ষাবর্ষে) বিশ্ববিদ্যালয় থেকে আইডি কার্ড পায়নি অনেক শিক্ষার্থী। এতে তাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা গেছে, গত ১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত অনেক বিভাগের শিক্ষার্থীদের এখন পর্যন্ত পরিচয় পত্র দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে ইএসডি, ইইই, এফএমবি, এফএবি, সমাজবিজ্ঞান বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অনেক শিক্ষার্থী। এ ছাড়াও, ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনেক বিভাগের অধিকাংশ শিক্ষার্থীই তাদের আইডি কার্ড পায়নি বলে জানা যায়। অন্যদিকে অনুমোদনবিহীন ইতিহাস বিভাগের অনেক শিক্ষার্থীকে স্টুডেন্ট আইডি ব্যতিত ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ড. মোঃ শারাফত আলী জানান, আমি এই বিষয়ে পুরোপুরি অবগত নই। তবে এর আগে অফিস সহকারীদের মাধ্যমে আমি আমার বিভাগের সকল শিক্ষার্থীদের পরিচয় পত্র দেওয়ার চেষ্টা করেছি। করোনার সময়ে অনলাইন ক্লাস করবার জন্য ডিভাইস এবং শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানের জন্য তালিকা করার সময় ইতিহাস বিভাগের কারিমুল হকের মাধ্যমে জানতে পেরেছি যে ইতিহাস বিভাগের অনেক শিক্ষার্থীর স্টুডেন্ট আইডি নেই।

তিনি আরও বলেন, আইডি কার্ড হচ্ছে একজন শিক্ষার্থীর আইডেন্টিটি। আইডি কার্ড বিভাগ থেকে প্রদান করা হবে প্রতিটি শিক্ষার্থীকে। এটা বিশ্ববিদ্যালয়ের কাজ। এক্ষেত্রে যেসব বিভাগে এখন পর্যন্ত আইডি কার্ড প্রদান করা হয়নি, অবশ্যই সে সকল ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহাদয় এবং অফিস সহকারীর দূর্বলতা রয়েছে।

তিনি বলেন, কোন স্টুডেন্ট আইডি কার্ড পাওয়া থেকে বাদ থাকবে না। এ বিষয়ে আমি ভিসি মহোদয়কে অবগত করে প্রক্টর স্যারের সাথে কথা বলব। একইসাথে যে সকল বিভাগে আইডি কার্ড প্রদান করা হয়নি, সে সকল বিভাগকে রেজিস্ট্রার দপ্তরের মাধ্যমে অতি দ্রুত অফিসিয়াল চিঠি দেবার মাধ্যমে অবগত করার চেষ্টা করব।

উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। করোনার পূর্ববর্তী সময়ে আইডি কার্ড সংক্রান্ত ব্যাপারে নিজস্ব বিভাগের অফিস সহকারীর কাছে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান মহোদয় সরাসরি বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় যে সবকিছু অতি দ্রুত পাওয়া যাবে। আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংকট আছে, আস্তে আস্তে সব কিছু সমাধান করা হবে। আইডি কার্ড পাওয়ার অধিকার একজন শিক্ষার্থীর মৌলিক অধিকারের মধ্যে পরে। অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে। এ ব্যাপারে বার বার বিভাগে আশার প্রয়োজন নেই বলে জানান তিনি।

আনন্দবাজার/এইচ এস কে/এ টি জে

সংবাদটি শেয়ার করুন