ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সারাদেশের ন্যায় মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (৭অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী শাখাওয়াত শাওন, তানিয়া আকতার, নৃবিজ্ঞান ১০ম ব্যাচের শিক্ষার্থী এনামুল হক, ১১তম ব্যাচের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, খায়রুল বাশার সাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বিদ্যমান আইন পরিবর্তন ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশকে আমরা যেখানে নেওয়ার স্বপ্ন দেখেছিলাম বর্তমানে তার একমাত্র প্রতিবন্ধকতা হলো ধর্ষণ। দিন দিন ধর্ষক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ধর্ষিতা বিচার পাচ্ছে না। যত দ্রুত সম্ভব ধর্ষকের বিচার নিশ্চিত করা হোক।
আনন্দবাজার/এম.কে/মো.নো