ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে চোখে কালো কাপড় বেধে প্রতিবাদ ও মানববন্ধন

সারাদেশে নারীর শ্লীলতাহানী,নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন গোপলগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিনিয়ত ঘটে যাওয়া জঘন্যতম ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের কঠোর বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।এসময়ে তারা এভাবেই যদি ধর্ষিত হলাম,কোথায় আমার স্বাধীনতা, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই,আমি কবে ধর্ষতি হচ্ছি,জবাব দাও,স্টপ রেপ ইত্যাদি স্লোগান লিখে প্ল্যাকার্ড প্রকাশ করেন।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন,আমরা এই জঘন্যতম ধর্ষণ,নারী -নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই।দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষিতাকে সরকারিভাবে চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করুন।

সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে ছাড়াও সারাদেশ ব্যাপী বেশ কিছু ধর্ষণের অভিযোগ আলোচিত -সমালোচিত হচ্ছে। প্রতিদিনই শিশু, বৃদ্ধা সহ নারী ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এতে সমালোচনার ঝড় ওঠে এবং সারাদেশে ধর্ষণবিরোধী বিক্ষোভ শুরু হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন