ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পাশের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবার পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ পরীক্ষার্থী।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে এসব তথ্য জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবছর এসএসসিতে আমাদের পাসের হার ছিলো ৭৮ দশমিক ৪৩ শতাংশ। তাই এবার পাশের হার বেড়েছে ৬ দশমিক ৩২ শতাংশ। গতবছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজার ৩৯৩ জন। এবার ৯ হাজার ৮ জন জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারীতে পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৩টি স্কুল অংশ নিয়েছে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী, যা গতবছরের তুলনায় ৫ হাজার ৭৭৭ জন কম। গেল বছর এসএসসিতে এ বোর্ড থেকে অংশ নিয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী।

বরাবরের মতো এবারও তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ৯৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ও ৭৫ দশমিক ৮৪ শতাংশ। শতভাগ পাস করেছে ৫০ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এম

সংবাদটি শেয়ার করুন