রাজশাহী বিশ্ববিদ্যালয় একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে পতাকা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
রাজশাহী ইউনিভার্সিটি একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের (জটঅঅঅ) সভাপতি অধ্যাপক মো. শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এম হারুনুর রশীদ।
একাউন্টিং এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো সাইয়েদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক এম হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক সালমা বানু।
এরআগে অতিথিবৃন্দ শহীদ ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দুই দিনব্যাপী এই আয়োজনের কর্মসূচিতে আরো ছিল বৃক্ষরোপণ, সাংগঠনিক কর্ম অধিবেশন, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
আনন্দবাজার/এফআইবি