ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে সাংবাদিক হেনস্তার দায়ে ছাত্রলীগ কর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তার অভিযোগে জুনায়েদ হোসেন জয় নামে এক ছাত্রলীগ কর্মীকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ।
রবিবার ২৩ ফেব্রুয়ারি এ বহিষ্কার আদেশ ইস্যু করা হয় । বিষয়টি দৈনিক আনন্দবাজারকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান।
তিনি বলেন , চবি উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে বোর্ড অব হেলথ অ্যন্ড রেসিডন্সের সভার রিপোর্ট মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ আদেশ ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে ।
গত ১১ ফেব্রুয়ারি উক্ত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের হোসেনকে হেনস্ত করার অভিযোগ উঠে। এরপর ১২ ফেব্রুয়ারি ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দিলে অভিযুক্তকে শোকজ করা হয়।
এছাড়াও ঘটনার পর ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয় ।

আনন্দবাজার/শহক/মোশা

সংবাদটি শেয়ার করুন