ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজবিজ্ঞান বিভাগের মানববন্ধন

প্রশাসন কর্তৃক সমাজবিজ্ঞান বিভাগের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিভাগের সকল শিক্ষকদের অন্যায় ভাবে অপরাধী সাব্যস্ত করার অপচেষ্টার বিপক্ষে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উক্ত অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীরা জানান, একটি কাজ যদি দশ-পনেরো জন মিলে করা যায় তা অবশ্যই অন্য কোন একক কাজ থেকে ভালো হবে। ব্যবহারিক পরীক্ষায় ৫০ এ ৫০ পাওয়া এটা নতুন কিছু নয়। কিন্তু যে ট্যাবুলেশন শীট শুধু বিভাগীয় সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রণ শাখায় থাকার কথা সেটা কে বা কারা কোন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো তা বের না করে, ষড়যন্ত্রমূলক সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের কারণ দর্শানো নোটিশ দিয়ে অন্যায় ভাবে অপরাধী সাব্যস্ত করা হয়েছে।

আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে যারা ট্যাবুলেশন শীট প্রকাশ করেছে তাদের বের করে শাস্তির আওতায় আনা হউক। এবং তথাকথিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করে আমাদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে তা বন্ধ করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা মোঃ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/এ আর

সংবাদটি শেয়ার করুন