জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ(জেএনইউএফএস) কর্তৃক আয়োজিত তিন দিনের দেশীয় চলচ্চিত্র উৎসব ‘আমাদের সিনেমা’র’ পর্দা নামলো আজ। তিন দিনের আয়োজনে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন। সমাপনি অনুষ্ঠানে নারীদের সম্মানে অনুষ্ঠিত হলো চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী।
নারী বিষয়ক প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অভিনেত্রী বন্যা মির্যা এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। আলোচনা পর্বে বক্তারা বাংলা চলচ্চিত্রে নারীদের বিশেষ ভূমিকা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক ফাতেমা আমিন। প্রদর্শনীতে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতার দুটি চলচ্চিত প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে প্রদর্শিত চলচ্চিত্রের নির্মাতাদের এবং আলোচনা পর্বে বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় জেএনইউএফএস এর পক্ষ থেকে৷
গত দুইদিনের মতো আজও সমাপনী দিনে সকাল নয় টায় শুরু হয় সিনেমা প্রদর্শনী। সকাল নয় টায় প্রদর্শিত হয় ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র ইতি তোমারই ঢাকা এবং দুপুর বার টায় প্রদর্শিত হয় সিনেপ্লেক্সের ব্যানারে নির্মিত চলচ্চিত্র ন’ডড়াই। প্রদর্শনী তে উপস্থিত ছিলেন নডড়াই চলচ্চিত্রের কলাকুশলীরা। প্রদর্শনী শেষে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত চলচ্চিত্রের নির্মাতাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন জনাব জুনায়েদ আহমদ হালিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে বিগত দশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং চলচ্চিত্র চর্চায় অনবদ্য ভূমিকা রাখার জন্য এই সংগঠনের সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল ও এসরার এহসান এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শাওন ও মাহমুদুল কবির মিল্টন এর মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
উল্লেখ্য, তিন দিন ব্যাপি আয়োজিত দেশীয় চলচ্চিত্রের উৎসব আমাদের সিনেমা তে প্রদর্শিত হয় গত বছরের আলোচিত ৭ টি চলচ্চিত্র। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই উৎসব।
আনন্দবাজার/শাহী