শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষর্থীদের

নোয়াখালীতে পৌর মেয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে পৌর মেয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষর্থীদের জন্য পৌর মেয়র বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার পাঁটি কলেজ, দুটি মাদ্রাসা ও দুটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তাদের মধ্যে মেধাবী ৭০ ভাগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ ভাগ মিলিয়ে সর্বমোট একশ জনকে নোয়াখালী পৌরসভার নিজস্ব অর্থায়নে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের নগদ অর্থ ও ক্রেষ্ট দেওয়া হবে।

বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা আকতার, মাইজদী পাবলিক কলেজের অধ্যক্ষ তাকবীর হোসেন, সোনাপুর কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর লোকমান ভূইয়া প্রমুখ।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর

সংবাদটি শেয়ার করুন