ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর

দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে আগামী ২৫ নভেম্বর থেকে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে। এবার স্কুলভর্তিতে সারা দেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালিত হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত (মাউশি) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি বিষয়ক এ সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে কেন্দ্রীয়ভাবে। মূলত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় অভিভাবকদের ভোগান্তি দূর করতেই এমন পরিকল্পনা করা হয়েছে।

আনন্দবাজার/এজে 

সংবাদটি শেয়ার করুন