ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন থেকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন ব্যাবস্যা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে।
সভা সূত্রে জানা যায়, ৩ জুন থেকে শুরু হয়ে ১৭ই জুন পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা। ৪ জুন হবে কলা অনুষদভুক্ত ‘খ ‘ ইউনিটের পরীক্ষা, বিজ্ঞান অনুষদের ‘ ক’ ইউনিটের পরীক্ষা হবে ১০ই জুন, সমাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে ১১ই জুন এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা হবে ১৭ই জুন।
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির প্রাথমিক এই সিন্ধান্তটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি দৈনিক আনন্দবাজার কে জানান, আজকে (গতকাল বুধবার) ডিনস কমিটির আলোচনার এ বিষয়ে একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (আজকে বৃহস্পতিবার) জেনারেল এডমিশন কমিটির সভায় সিন্ধান্তটি চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, এবারে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হবে ২০ এপ্রিল থেকে এবং আবেদন চলবে ১০ই মে পর্যন্ত। এবারে আবেদনের ফি নির্ধারিত করা হয়েছে ইউনিট প্রতি ১০০০ (এক হাজার) টাকা করে। তবে এবার কমেছে আগের বছরের চেয়ে জিপিএ কন্ডিশন । বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৮ ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদা করে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে),কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৭.৫ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদা করে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে),ব্যাবস্যা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৭.৫ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদা করে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে ) এবং চারুকলা অনুষভুক্ত ‘চ’ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৬.৫।