ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৪৫ মণ ওজনের রাজাবাবুর দাম ১৫ লাখ টাকা!

৪৫ মণ ওজনের ‘রাজাবাবু’ কোরবানির পশুর হাটে তুলবেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের মানিক বেপারি।

তার গরুর খামারে এবার কোরবানির ঈদ সামনে রেখে ২২টি গরু মোটাতাজা করা হয়েছে। এর মধ্যে তিন বছর বয়সী ষাঁড় ‘রাজাবাবুর’ ওজন হয়েছে ৪৫ মণ। এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

মৃত মোকছেদ বেপারির ছেলে মানিক বেপারি জানান, গরুটি ঈদের এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের ফতুল্লা কোরবানির পশুর হাটে তোলা হবে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ষাঁড় গরুটিকে একনজর দেখতে শত শত মানুষ মানিক বেপারির বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

এ ভিড় সামাল দিতে মানিক বেপারি জনপ্রতি সাত হাজার টাকা বেতনে দুজন পাহারাদার ও পরিচর্চাকারী নিয়োগ করেছেন।

এদের মধ্যে রতন সরকার জানান, প্রতিদিন ভিড় সামলাতে তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। ‘রাজাবাবুকে’ স্পেশাল কেয়ার নেয়া হয়। কারণ এর ওজন ও আকার অন্য গরুর চেয়ে ২-৩ গুণ বেশি। তাই একে সম্পূর্ণ সুষম খাদ্য যেমন, কাঁচা ঘাস, তিল ও সরিষার খইল, ছোলা, গম ও ভুট্টার ভুসি, ভাতের মার ও ভালো মানের খড় খাওয়ানো হয়।

প্রতিদিন সাবান ও শ্যাম্পো দিয়ে গোসল করানো হয়। উন্নত পরিবেশে একে রাখা হয়।

রাতে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়। এ ছাড়াও তাকে রাতে মশারির মধ্যে রাখা হয়। যাতে কোনো রকম রোগজীবাণু তাকে আক্রমণ করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন