রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্লাস্টিক ফুল কম আসায় বেড়েছে দেশি ফুলের বিক্রি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে রাজধানীর ফুল বাজারগুলোর ব্যবসায়ীরা। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল কেনেন।

ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগে থেকেই দোকানে ফুলের সরবারহ বাড়িয়ে দিয়েছেন। গত বছরের চেয়ে এবার বেচাকেনা অনেক বেশি। তবে প্রত্যাশা অনুযায়ী দাম না পাওয়ায় আশানুরূপ বিক্রি হয়নি।

বৃহস্পতিবার রাত ১২টা থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। আর মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বেড়েছে ফুলের চাহিদাও। শহীদদের শ্রদ্ধা জানাতে হবে, এ জন্য দামের ব্যাপারটা মাথায় না রেখেই ফুল কিনেছেন সাধারণ মানুষ।

বিক্রেতারা বলছেন, এ বছর বাজারে প্লাস্টিক ফুল কম আসায় দেশি ফুল ভালো বিক্রি হচ্ছে। কিন্তু দাম কমার কারণে এবার লোকসান হয়েছে তাদের।

ফুল ব্যবসায়ীরা জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এ বছর ১২ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিক্রি হয়েছে ৯ কোটি টাকার ফুল।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  বন্যায় ক্ষয়ক্ষতি বাড়ছেই

সংবাদটি শেয়ার করুন