শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রিটার্ন দাখিলের বাইরে দুই তৃতীয়াংশ করদাতা

রিটার্ন দাখিলের বাইরে এক তৃতীয়াংশ করদাতা
  • নিবন্ধনধারী ৬৩ লাখ, রিটার্ন জমা ২৩ লাখ
  • রিটার্ন দাখিলে আগ্রহ বাড়ছে
  • গত বছরের চেয়ে বেড়েছে দেড় লাখ

দেশের সব কর-অঞ্চল মিলে সদ্য বিদায়ী বছরের জুন পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন করেছেন ৬২ লাখ ৭৭ হাজার ৭৬০ করদাতা। সেখানে আয়কর রিটার্ন জমা পড়েছে ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতার। এসব করদাতার কাছ থেকে গত ২ জানুয়ারি পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণ করেছে তিন হাজার ২৮১ কোটি টাকা।

চলতি ২০২১-২২ অর্থবছরে দেশে ৬২ লাখ ৭৭ হাজার ৭৬০ জন ই-টিআইএনধারী করদাতার মধ্যে ৩৯ লাখ ৭৮ হাজার ১৩৫ করদাতা রিটার্ন জমা দেননি। এখনো যারা রিটার্ন জমা দিতে পারেননি, তারা জরিমানাসহ রিটার্ন জমা দিতে পারবেন। গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ রিটার্ন বেড়েছে। রিটার্ন দাখিলের হার ৬ দশমিক ৯০ শতাংশ। গতবারের তুলনায় আয়কর পরিশোধের পরিমাণ কমেছে।

রাজম্ব আহরণ প্রসঙ্গে অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, করদাতাদের মধ্যে যারা আয়কর রিটার্ন দেননি, তাদের সব তথ্য রাজস্ব বোর্ডে রয়েছে। তাদের সঙ্গে ফলোআপ করে জরিমানাসহ রিটার্ন আদায় করার ব্যবস্থা করতে হবে। এরপরও যদি তারা না দেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার আহবান জানান।

সামনে করদাতারা রিটার্ন দাখিল করলে আয়কর আদায়ের পরিমাণ গত বছরের তুলনায় বেশি হবে জানিয়ে রাজস্ব এক কর্মকর্তা বলেন, অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের আগ্রহ বাড়ছে। অনলাইনে এ পর্যন্ত রিটার্ন দাখিল করেছে ৬১ হাজার করদাতা। অনলাইনে রিটার্ন দাখিল করতে নিবন্ধন করেছেন এক লাখের বেশি করদাতা। আরও বলেন, ই-টিআইএনের তুলনায় রিটার্ন দাখিল হয়েছে ৩৪ দশমিক ২৭ শতাংশ। ই-টিআইএনধারী ৬৫ দশমিক ৭৩ শতাংশ করদাতা রিটার্ন দাখিল করেনি। রিটার্ন দাখিলে বাধ্য করতে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এনবিআরের সূত্রে জানা যায়, ২০২১-২২ আয়কর বর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় গত ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু কোভিড-১৯ (করোনা) পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারেও ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় এনবিআর। তবে ৩১ ডিসেম্বর শুক্রবার ও ১ জানুয়ারি শনিবার সরকারি ছুটি হওয়ায় ২ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ দিন ধার্য করা হয়।

গত ২ জানুয়ারি পর্যন্ত ৩১টি কর অঞ্চলে রিটার্ন দাখিল করেছে ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। যেখানে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছিলেন ২১ লাখ ৫১ হাজার ৩২৫ করদাতা। বিদায়ী আয়কর বর্ষে রিটার্ন বেড়েছে এক লাখ ৪৮ হাজার ২৯৯ করদাতার। সেই হিসেবে রিটার্ন দাখিল প্রবৃদ্ধি দাঁড়ায় ৬ দশমিক ৯০ শতাংশ।

বিদায়ী বছরের জুন পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন দাঁড়ায় ৬২ লাখ ৭৭ হাজার ৭৬০ করদাতা। নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের হার দাঁড়ায় ৩৭ শতাংশ। গত ২ জানুয়ারি পর্যন্ত রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে তিন হাজার ২৮১ কোটি টাকা। যেখানে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর আদায় হয়েছিল চার হাজার ১০ কোটি টাকা। আয়কর পরিশোধের পরিমাণ কমেছে ৭২৯ কোটি টাকা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন