শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জ্বালানির দাম সমন্বয় করা হবে। তবে গ্রাহকের সামর্থ অনুয়ায়ী দাম কমবেশ হতে পারে ।

সাংবাদিকদের মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তিনি জানান, গ্রাহক পর্যায়ে দাম সামান্য পরিমাণে বাড়তে পারে। যারা বড় গ্রাহক তাদের দাম তুলনামূলক বেশি বাড়তে পারে।

তিনি আরো জানান, আমরা স্বাবলম্বী গ্রাহকদের ভর্তুকি দিতে চাই না।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়লেও গ্যাসের দাম শুধু বিদ্যুৎ উৎপাদনেই বাড়বে।

নসরুল হামিদ জানান, সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ডলারের রেট। আগে ডলার ৭৮ টাকায় পাওয়া যেতো, এখন প্রায় ১২০ টাকার মতো হয়ে গেছে। এক ডলারে প্রায় ৪০ টাকার মতো বেশি খরচ হচ্ছে। এতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি গ্রাহক পর্যায়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তার ৩ সপ্তাহ আগে ১২ জানুয়ারি গড়ে ৫ শতাংশ বাড়িয়ে গেজেট প্রকাশ করা হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পদ্মা ব্যাংকের ডিএমডি জাবেদ আমিন

সংবাদটি শেয়ার করুন