শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪ ব্যাংকের ৫৩০ কোটি টাকার তহবিল

পুঁজিবাজারে গতি সঞ্চার করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে চার ব্যাংক। ইতোমধ্যে একটি ব্যাংক এই তহবিলের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাকী ব্যাংক তিনটিও কিছু দিনের মধ্যে আবেদন করবে। তাছাড়া আরও কয়েকটি ব্যাংক আলোচিত তহবিলের জন্য আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানার রূপালী ব্যাংক লিমিটেড নিজস্ব অর্থায়নে ৮০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বেসরকারি ঢাকা ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার তহবিল গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  দেশের ব্যাংক খাত এখন উল্টো রথে: ড. সালেহউদ্দিন

সংবাদটি শেয়ার করুন