শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রগতি ইন্স্যুরেন্সের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটি ২০২০ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৭২ টাকা। ওই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৫৭ দশমিক ৩২ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারন করা হয় ১০ মে।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ টাকা ৭ পয়সা। ওই বছর শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে এনএভিপিএস ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।

১৯৯৬ সালে তালিকাভুক্ত হওয়ার পর থেকে গত ২৫ বছরের মধ্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এবার সর্বোচ্চ নগদ লভ্যাংশ দিলো। তবে কোম্পানিটি সর্বোচ্চ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল ২০০৭ সালে। ওই বছর শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

আরও পড়ুনঃ  ১৭ কোটি টাকা ঋণ পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা

সংবাদটি শেয়ার করুন