শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অজি পেসারদের দাপটে গুটিয়ে গেল পাকিস্তান

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ২৪০ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ইনিংসের শুরুতে বোলাররা একটু চাপে থাকলেও লাঞ্চের পরপর ৯ উইকেট তুলে নিয়েছেন অজি পেসাররা।

দিনের প্রথম সেশনে ৫৭ রান তুলে নিরাপদেই পার করে দেন দুই ওপেনার শান মাসুদ ও আজহার আলী। দলের ৭৫ রানের যোগ হতেই ব্যক্তিগত ২৭ রানের মাথায় ফেরেন শান মাসুদ। এরপর দলীয় ৭৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হারিস সোহেল ফিরেন সাজঘরে। পরের ওভারে হ্যাজেলউডের বলে স্লিপে ধরা পড়েন ইনফর্ম বাবর আজম।

স্কোরবোর্ডে ১০০ রান জমার আগে পঞ্চম ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। দলীয় ৯৪ রানে ইফতিখার আহমেদের বিদায়ের পর আসাদ শফিক ও রিজওয়ানের ব্যাটে প্রতিরোধ গড়েছিল সফরকারীরা।

তবে চা বিরতির পর তৃতীয় ওভারে বিতর্কিত আউটে ৩৭ রানে বিদায় নেন রিজওয়ান। এরপর ইনিংস মেরামতের দায়িত্বে স্পিনার ইয়াসির শাহকে পান আসাদ। এরপর টানা দুই বলে ইয়াসির (২৬) ও শাহীন শাহ আফ্রিদিকে (০) ফেরান অজি পেসার।

১৩৪ বলে ৭ চারে ইনিংস সেরা ৭৬ রানে কামিন্সের বলে বোল্ড হন আসাদ। এরপর নাসিমকে (৭) ফিরতি ক্যাচ ধরে শেষ সেশনের চার ওভার বাকি থাকতে পাকিস্তানকে গুটিয়ে দেন স্টার্ক।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  সিরিয়ায় ত্রাণ পাঠালো পাকিস্তান

সংবাদটি শেয়ার করুন