শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নন্দীগ্রামে এবার এগিয়ে গেলেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোট গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন তিনি। প্রথমে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু পরে ব্যবধান কমতে থাকে। ১১ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা।

আজ রবিবার ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এতে দেখা যায়, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে। ১০ বছর আগে বাম দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে আধিপত্য বিস্তার করেছিলেন মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২টি আসনে। দুজন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে আসন দুটির নির্বাচন স্থগিত হয়। ভোটের ফল গণনা শুরুর পর এখন পর্যন্ত এগিয়ে আছে মমতা ব্যানার্জির দল তৃণমূল।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি : বাইডেন

সংবাদটি শেয়ার করুন