রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুভেচ্ছাদূত হিসেবে দুদকে সাকিবের তলব

আইসিসি নিষেধাজ্ঞার চারদিন পর আজ রাজধানীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কার্যালয়ে উপস্থিত হন তিনি। সেখানে অবস্থান করেন প্রায় আধঘণ্টার মতো।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানান, ‘সাকিব ২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে আসছেন। পূর্বনির্ধারিত একটি বিষয়ে চেয়ারম্যান স্যারের সাথে আলোচনার জন্য তিনি কার্যালয়ে এসেছিলেন।’

আইসিসির নিষেধাজ্ঞার পর দুদক চেয়ারম্যান জানিয়েছেন, ‘দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সাথে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাবো।’

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  পাট ও পাটজাত পণ্যের রফতানি ৩৯% বৃদ্ধি

সংবাদটি শেয়ার করুন