ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাট ও পাটজাত পণ্যের রফতানি ৩৯% বৃদ্ধি

বছরের পর বছর ধরে লোকসানের কারণে সরকারি পাটকল বন্ধ করেছে সরকার। তবে করোনায় অন্য বড় খাতের রফতানি কমলেও পাট ও পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছে। গত মাসেও (সেপ্টেম্বর) সে ধারা অব্যাহত ছিল।

চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) পাট ও পাটজাত পণ্য রফতানি করে ৩০ কোটি ৭৫ লাখ ডলার আয় হয়েছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৬১৪ কোটি টাকা। রফতানি উন্নয়ন ব্যুরোর মাসিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাট ও পাটজাতপণ্যের এ রফতানি আয় গতবছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ২৬ শতাংশ বেশি। আর এ সময়ের রফতানির নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ১১ দশমিক ৮৫ শতাংশ বেশি।

চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটচাষ নিশ্চিতে বীজ সরবরাহ সঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

সরকার মানসম্মত পাটের উৎপাদন বৃদ্ধি ও পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পাট অধিদপ্তরের আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প ২০১৮ সালের জুলাই থেকে শুরু করেছে। চলবে ২০২৩ সালের মার্চ পর্যন্ত।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন