শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

“জি ২০ সম্মেলন বয়কটের ডাক অযৌক্তিক ও হতাশাজনক”

চলতি বছর প্রথমবারের মতো জি ২০ সম্মেলন আয়োজন করেছে সৌদি আরব। আজ ও আগামীকাল (২১ ও ২২ নভেম্বর) ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে মানবাধিকার ইস্যুতে সৌদির অবস্থানের সমালোচনা করে বিভিন্ন মানবাধিকার সংগঠন সম্মেলন বর্জনের আহ্বান জানিয়েছে। আর এ অবস্থায় সম্মেলন বর্জন আহ্বানকারীদের একহাত নিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে আদেল আল যুবায়ের বলেন, সৌদি আরবে নিজস্ব আইন কানুন আছে। আর আমরা সেই আইন বাস্তবায়ন করি। আমাদের দেশেল বিচার বিভাগ স্বাধীন। এ দেশের প্রতিটি নাগরিক দেশের আইন মেনে চলতে অভ্যস্ত। এ অবস্থায় সম্মেলন বয়কটের আহ্বান অযৌক্তিক ও হতাশাজনক।

এরই মধ্যে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর এ জোট প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে করোনা মহামারির সঙ্গে লড়াইয়ের জন্য। এছাড়া বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে জি-২০ দেশগুলো।

এদিকে, গেল আট মাসে যেভাবে প্রতিটি দেশের অর্থনৈতিক ভিত্তি ধসে পড়েছে, তা নিয়ে বেশ চিন্তিত আছে জি-২০ দেশগুলো। কিভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে জরুরি সিদ্ধান্ত নেয়া হবে বৈঠকে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ফের কাশ্মীরে গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

সংবাদটি শেয়ার করুন