সম্প্রতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ বর্ষের পরীক্ষার দাবিতে অনশনে বসেছেন।
আজ বুধবার(৪ নভেম্বর) দুপুর ১২ টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অনশন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তাঁরা জানান, গত ৭ মাস আগে ক্লাস শেষ করেছি, পরীক্ষার কথা থাকলেও করোনার কারনে হয়নি। এখন আমরা স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা দিতে প্রস্তুত।
তাঁরা আরও জানান, আমরা নিজ নিজ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবো এবং স্বাস্থ্য নিরাপত্তা ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী থাকবো। আমরা প্রশাসনকে সকল ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। শুধু প্রশাসন আমাদের চূড়ান্ত পরীক্ষা নিয়ে আমাদের উচ্চ শিক্ষাসহ পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি গঠনে সুযোগ সৃষ্টি করে দিক।
এদিকে, এর আগে ১৮ অক্টোবর মানববন্ধন করে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্মারক লিপিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম শিক্ষার্থীদের জানান, আমরা পরীক্ষার বিষয়টি নিয়ে অনেক আন্তরিক। অতিদ্রুত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারবো।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় উপাচার্য বিশেষ একাডেমিক কাউন্সিল আয়োজন করার জন্য আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো.খালেদ হোসেন।
আনন্দবাজার/শাহী/আজিজুর