ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“নো মাস্ক, নো এন্ট্রি” বাস্তবায়নে হাবিপ্রবি’র নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোভিড-১৯ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “নো মাস্ক, নো এন্ট্রি” বিষয়টি নিশ্চিত করতে জরুরী বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মো. ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগ ও বিভিন্ন শাখা প্রধান/পরিচালককে তত্ত্বাবধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণরোধে মোকাবেলায় প্রস্তুতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল অফিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহিতাগণের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করার অফিস আদেশ জারি করেছে (স্মারক নং ৪৫.০০.০০০০.১৭১.৩২.০১৭.২০-৩৩৯;২২.১০.২০২০)। এ প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোভিড-১৯ প্রতিরোধ ও এবিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাবিপ্রবি এ কর্মরত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে এবং সংশ্লিষ্ট সকল অফিসের সামনে দৃশ্যমান স্থানে “মাস্ক পরিধান ব্যতিত প্রবেশ নিষেধ/No Mask,No Entry” লিখিত ব্যানার/স্টিকার লাগাতে বলা হচ্ছে। এবিষয়টি নিশ্চিত করতে সকল অফিস প্রধানকে তত্ত্বাবধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, এখন দেশে করোনারভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকলেও তা নিয়ে সন্তুষ্ট থাকার কারণ নেই। সবাইকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে।কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন