শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা ছাড়াই দেওয়া হবে প্রাথমিকের সার্টিফিকেট

বাংলাদেশে করোনা প্রভাবের পর থেকেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে সরকার। এখন পর্যন্ত স্কুল-কলেজ খোলার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। করোনার কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিসেম্বরে গ্রেড বা জিপিএ নম্বর ছাড়া সকল পরীক্ষার্থীর জন্য পাসের সার্টিফিকেট বিতরণের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

জানা গেছে, চলমান পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্কুল খোলা হবে বলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

ব্যাপারটি নিশ্চিত করে অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গ্রেড বা জিপিএ দেওয়া হবে না। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব-স্ব বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

অপরদিকে, শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহয়তা প্রদান করবে হাবিপ্রবি কর্তৃপক্ষ

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন