শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে লিভারপুলের জয়

ইয়ুর্গেন ক্লপের অধীনের দীর্ঘ সময় ধরেই অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় এবং অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রানার্সআপ হওয়াটাই প্রমাণ দেয় এ কথার।

রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে আরেক জায়ন্ট চেলসিকে ২-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পাশাপাশি প্রথম কোনো দল হিসেবে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে জয়ের রেকর্ড গড়লো অলরেডরা।

চেলসির মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচের ১৪ মিনিটে মাথায় পেনাল্টি ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় লিভারপুল। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে হালকা টোকা দিয়ে বল সাইডে ঠেলে দেন। সেটা ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান আলেকজ্যান্ডা আর্নল্ড। এরপরই ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অল রেডস শিবির। পেনাল্টি বক্সের বাইরে বাম পাশে ফ্রি-কিক থেকে পাওয়ার ক্রস হেড দিয়ে গোল করেন রাবার্তো ফিরমিনো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে চেলসি। ৭১ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডিফেন্ডারে জটলার মধ্য দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এনগোলো কন্তে।

এই জয়ের মাধ্যমে লিগে টানা পনেরোটি জয় হয়ে গেল তাদের। প্রতিপক্ষের মাঠে গিয়ে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ডটাও কালকেই হলো তাদের। লিগে ছয় ম্যাচ হতে না হতেই পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬ ম্যাচে ১৩। শুরুটা দুর্দান্ত হয়েছে লিভারপুলের। এখন শেষটা গতবারের মতো না হলেই কিন্তু হয়ে যায়!

আরও পড়ুনঃ  এলপিএলের নিলামে সাকিবের নাম নিয়ে সমস্যা নেই

সংবাদটি শেয়ার করুন