শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান। তার বয়স ছিলো ৭৩ বছর। গত জুলাই মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, পরিস্থিতির অবনতি হওয়ায় গত শনিবার গুরুগাওয়ের একটি হাসাপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু ওপেনিংয়ে ভারতকে বহু জয়ের ভিত গড়ে দেয়া এ ব্যাটসম্যানকে আর বাঁচানো যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন তিমি। তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর ভারতকে প্রতিনিধিত্ব করেছেন।

তিনি ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্র ও দিল্লীর হয়ে খেলেছিলেন। প্রথম শ্রেণীতে তার রান সংখ্যা ১১ হাজার ১৭৩ রান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  করোনায় আক্রান্ত তিন ফুটবলার

সংবাদটি শেয়ার করুন