ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে ফেরাতে আর্থিক সহায়তা দিবে বশেমুরবিপ্রবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা মহামারি পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে গত ২৫ জুন, ২০২০ তারিখের ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি গ্রহণ করলেও নানাবিধ জটিলতার কারণে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর সম্ভব হয়নি।

এক্ষেত্রে শতভাগ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত করার লক্ষ্যে অর্থিকভাবে সক্ষমতা নেই এমন শিক্ষার্থীদের ডিভাইস ক্রয় এর পাশাপাশি যাতে বিনামূল্যে ইন্টারনেট পরিসেবা গ্রহণ করতে পারে এ জন্য তালিকা প্রণয়ন এর কাজ শুরু করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) মাননীয় ভাইস চ্যান্সেলর এর অনুমােদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. মােঃ নূরউদ্দিন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, পত্র স্মারক নং ইউজিসি/পাবঃবিশ্বঃ/৫২৬(অংশ ২)/২০১৮/৩১৮০ তারিখ ০৬/৮/২০২০ এর প্রেক্ষিতে যে সমস্ত শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই তাদেরকে বিনামূল্যে ডাটা সরবরাহ এবং সফট লোন/গ্রান্টস এর আওতায় স্মার্টফোন সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য সে সকল শিক্ষার্থীর নির্ভুল তালিকা নিম্নস্বাক্ষরকারীর নিকট হার্ড কপি এবং যথাযথ ইমেইলের মাধ্যমে সফট কপি আগামী ২০/০৮/২০২০ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে জুলাইয়ের শুরুতে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ যখন কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই অনলাইন ক্লাস নেবার চেষ্টা করলে দেখা যায় ডিভাইস না থাকা, ইন্টারনেট সংযোগ সমস্যা ছাড়াও নানাবিধ সমস্যার কারণে অনলাইন ক্লাসে অধিকাংশ শিক্ষার্থীই যুক্ত হতে পারেনি। ফলে পূর্ণাঙ্গভাবে অনলাইন ক্লাস নেয়া সম্ভব হয়ে উঠেনি এবং অধিকাংশ বিভাগই অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।

আনন্দবাজার/শাহী/আকীক

সংবাদটি শেয়ার করুন