বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে স্থানীয়রা তৈরী করছেন বাঁধ

ফেনীর সমুদ্র উপকুলীয় সোনাগাজী উপজেলার এলাকাবাসী স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করছেন। ছোট ফেনী নদীর বিভিন্ন স্থানে ভাঙন রোধে এই বাঁধ নির্মাণ করছেন তারা। সোমবার সকালে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ শুরু করা হয়েছে। সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণপুর এলাকার উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে এই বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

ফেনী নদীর ৮টি স্থানে ভাঙনের কবলে পড়েছে। তাছাড়াও অবৈধ বালু উত্তোলন, প্রবল বর্ষণ ও উজানের ঢল তো রয়েছেই।

যার ফলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এলাকার অনেক সড়ক, ফসলি জমি, মসজিদ, মন্দির, গোরস্থান ও জনবসতি। গত ৫ বছর ধরে নদীর অংশগুলো ভাঙতে ভাঙতে অনেক কিছু গ্রাস করে ফেলেছে। তাও কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্ষা এলেই এসে ছবি তুলে নিয়ে যান, বাঁধের আশ্বাস দেন। তবে দেখা মিলেনি বাস্তবে। তাই এবার তারা নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করেন।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  শুক্রবার থেকে মিলবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট

সংবাদটি শেয়ার করুন