শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নেতার প্রতি ভক্তি শ্রদ্ধা ও দেশপ্রেমের পার্থক্য

আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে, দেশের মানুষের জন্য কাজ করতে, দেশকে ভালো কিছু উপহার দিতে আমরা সবাই চাই। এমনকি অনেকেই আছে দেশের জন্য জীবন বাজি রাখতেও তৈরি।দেশকে ভালোবাসার বহিঃপ্রকাশ টা তখনি প্রকাশ পায়, যখন কেউ রাজনৈতিক দলে যোগ দেয় বা তাদের কোন অঙ্গসংগঠন এ যোগ দেয়। সচারাচর স্বাভাবিক কোন মানুষকে বলতে দেখা যায় না, যে আমি দেশকে অনেক ভালোবাসি দেশের জন্য জান দিতে তৈরি আছি। তার মানে সাধারণ মানুষ এটা জাহির করে না। তবে দেশের প্রতি যে তাদের নিখাঁদ একটা ভালোবাসা কাজ করে তা ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও ২০১৮ তে ভালো ভাবে প্রকাশিত। কিন্তু রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠন এর নেতা থেকে শুরু করে পাতি নেতারাও দেশকে ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা তুলতে দেখা যায়।

এখন প্রশ্ন হচ্ছে কতজন আছেন যারা দেশকে ভালোবাসেন তাদের নেতার চেয়েও বেশি?

এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন কারণ বর্তমানে দেখা যায় দেশের প্রতি ভালোবাসার চেয়েও তাদের নেতাদের প্রতি ভালোবাসাটা বেশি কাজ করে, আমি বলছি না নেতার প্রতি ভালোবাসা টা খারাপ তবে অন্ধভাবে ভালোবাসা টা খারাপ। কেননা আপনি নেতার আদর্শে আদর্শিত হয়ে দেশকে ভালোবাসেন কিন্তু দেশের মানুষের ভালো খারাপ চিন্তা না করে দেশকে ভালোবাসছেন না। তার ফলে হয় কি, নেতা যদি ভুল বা অন্যায় করে তা আপনি চুপচাপ মেনে নেন বাহ জেনেও না জানার ভান করেন নেতার/দলের স্বার্থে। তাহলে এখানে নেতা যদি দেশের ক্ষতিও করে তাও আপনি কিছু বলতেছেন না বা নূন্যতম প্রতিবাদ ও করছেন না! তাহলে আপনি দেশের চেয়ে নেতার প্রতি বেশি দুর্বল, তার মানে আপনি দেশের প্রতি নেতাকে বেশি ভালোবাসেন- প্রমাণিত

আরও পড়ুনঃ  জনতার জয়

লেখকঃ মোঃ ওমর ফারুক ফরহাদ

সংবাদটি শেয়ার করুন