রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ নন, এশিয়া কাপের সিদ্ধান্ত জানাবেন পাপন

গতকাল (৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি লাইভ প্রোগ্রামে এশিয়া কাপ বাতিলের ঘোষণা দিয়েছিলেন সৌরভ গাঙ্গলি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির এই বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া প্রধান সামিউল হাসান।

পিসিবির মিডিয়া প্রধান সামিউল জানিয়েছেন, সৌরভ যে বক্তব্য দিয়েছেন, তা কোন প্রভাব ফেলবে না। যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোন মূল্য থাকে না। এশিয়া কাপের সিদ্ধান্ত নিবে এসিসি। ঘোষণাটা একমাত্র এসিসি প্রধান নাজমুল হাসান দিতে পারেন। আমার জানা মতে, আগামী এসিসি বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

২০১৮ সালের নভেম্বর এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন থাকায় এখনই এই বিষয়ে নিজের বক্তব্য জানাতে পারছেন না তিনি।

কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা থাকায় একের পর স্থগিত হচ্ছে ক্রিকেট সিরিজ। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ টুর্নামেন্টও পড়ে গেছে হুমকির মুখে। একই সাথে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আছে শঙ্কা।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  মেসির রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

সংবাদটি শেয়ার করুন