শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে বিজেপি নেতাসহ নিহত ৩

কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতাসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার উত্তর কাশ্মীরের বান্দিপোড়া জেলায় এ ঘটনাট ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ বরাত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিজেপির সাবেক বান্দিপোড়া জেলার প্রধান ওয়াসীম বারি, তার বাবা ও ভাইকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা গুলি করে। এ হামলার সময় তিন জনই তাদের নিজেদের দোকানে উপস্থিত ছিলেন। হাসপাতালে নেয়ার পর তিন জনেরই মৃত্যু হয়।

কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার জানিয়েছেন, এই হামলার পর ওয়াসীম বারির ১০ নিরাপত্তা রক্ষীর সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকার গেল বছর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন প্রত্যাহার করে রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়ে আসে। বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতাবাদ এবং অস্থিরতা কবলিত অঞ্চলটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আনতে বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় রয়টার্স।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  হিজাব পরার দাবিতে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার

সংবাদটি শেয়ার করুন