রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেরার ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস

করোনা পরিস্থিতি জয় করে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইংল্যান্ডে। ইংলিশরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। দীর্ঘ বিরতি দিয়ে ক্রিকেট ফেরার ম্যাচে অলরাউন্ডার বেন স্টোকস ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

সিরিজের প্রথম টেস্ট থেকে বিরতি নিয়েছেন নিয়মিত অধিনায়ক জো রুট, যার কারণে নেতৃত্বের ভার উঠেছে স্টোকসের কাঁধে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে খেলবেন না নিয়মিত অধিনায়ক জো রুট।

সহ-অধিনায়কের দায়িত্ব আগেই পালন করেছেন স্টোকস। এবার প্রথম পেলেন ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে জস বাটলারের ওপর।

আগামী ৮ জুলাই থেকে শুরু হবে তিন টেস্টের প্রথম ম্যাচ। আজ বুধবার অনুশীলন ক্যাম্প ছাড়বেন রুট। কয়েক দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আছে ইংলিশ অধিনায়কের দ্বিতীয় সন্তান।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  উজবেকিস্তানের বিপক্ষে দারুন জয় পেল বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন