শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের পর বাংলাদেশকে পক্ষে নেয়ার চেষ্টায় চীন

অনেক দিন ধরে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ বৈরী। সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘর্ষের জেরে ভারত-চীন সম্পর্কের আরও অবনতি হয়েছে। সমস্যার এখানেই শেষ নয়, সম্প্রতি ভারতের দাবিকৃত তিনটি এলাকায় অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র পাস করেছে নেপাল। এখানেও চীনের হাত আছে বলে দাবি করেছে নয়া দিল্লি। এমন পরিস্থিতিতে এবার ভারতের ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে চীন। আজ শনিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো, লাদাখ সীমান্তের সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পরেও ভারত যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, তখন কয়েক হাজার পণ্য রপ্তানিতে শুল্কছাড়ের বিশাল প্রস্তাব নিয়ে ঢাকাকে কাছে টানার চেষ্টা করছে বেইজিং।

তাদের দাবি, বাংলাদেশের ৫ হাজার ১৬১টি পণ্য রপ্তানিতে ৯৭ শতাংশ শুল্কছাড়ের ব্যাপারে রাজি হয়েছে চীন।

প্রতিবেদনে আরও জানানো, ‘স্বল্পোন্নত দেশ’ হিসেবে চীনের কাছে শুল্কছাড়ের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। আশ্চর্যজনকভাবে গত ১৬ জুন, অর্থাৎ লাদাখ সংঘর্ষের মাত্র একদিন পরেই বিষয়টিতে ইতিবাচক সাড়া দেয় বেইজিং। আগামী ১ জুলাই থেকে এ শুল্কছাড় কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়া জানান, শুল্কছাড়ের কারণে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে, যা নয়া দিল্লির জন্য বেশ অস্বস্তির কারণ। বাংলাদেশ দীর্ঘদিন থেকেই ভারতের বন্ধু রাষ্ট্র হলেও গত বছর জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে কিছুটা রুষ্ট হয়েছিল ঢাকা বলেও দাবি করা হয় প্রতিবেদনে।

আরও পড়ুনঃ  তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়েছে

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন