প্রানঘাতী করোনা ভাইরাসএর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর বাতিল করল।
টিম ইন্ডিয়ার চলতি বছরের ২৪ জুন শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। সেই সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল কোহলিবাহিনীর।
তারপর আগস্টের ২২ তারিখ থেকে ৩ ওয়ানডের সিরিজ খেলার জন্য ভারতের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। দুই সফর বাতিলের খবর নিশ্চিত করেছে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিসিসিআই সচিব জয় শাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে আসন্ন দুই সিরিজ বাতিলের পাশাপাশি কোহলিদের অনুশীলনে ফেরা নিয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই।
করোনা সংক্রমণ ঠেকাতে এখনই অনুশীলন শুরু করা হবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই কেবল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনুশীলন শুরু হবে।
আনন্দবাজার/এস.কে