শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুরো পুলিশ দলের পদত্যাগ ২ সদস্যকে বরখাস্ত করায়

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ সদস্যরা। এটি নিউ ইয়র্কের বাফালো শহরের ঘটনা। স্থানীয় প্রশাসন দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে এই ঘটনায়। কিন্তু বাফালো শহরে পুলিশের বিশেষ বাহিনীর ৫৭ পুলিশ সদস্যের একটি দল কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ওই দুই সদস্যকে বরখাস্ত করায়। ওই পদত্যাগ পত্রগুলো জমা দেয়া হয় শুক্রবার।

বাফালোভিত্তিক গণমাধ্যম ডাব্লিউজিআরজেডের প্রতিবেদনে জানানে হয়, মার্টিন গুগিনো নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আন্দোলন চলাকালে মাটিতে ফেলে দিলে তিনি মাথায় আঘাত পান। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করলে আরো ৫৭ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন।

এ বিষয়ে বাফালো পুলিশ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট জন ইভানস জানান, বিরক্ত হয়ে ওই ৫৭ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

জানা যায়, ২০১৬ সালে দাঙ্গা ঠেকাতে বাফালোয় ওই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

অন্যদিকে বাফালোর আরেক গণমাধ্যম ডাব্লিউআইভিবির প্রতিবেদনে বলা হয়, ওই ৫৭ কর্মকর্তা বিশেষ বাহিনী থেকে পদত্যাগ করলেও পুলিশের চাকরিতে বহাল থাকবেন।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  মুজিব শতবর্ষ উপলক্ষে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদটি শেয়ার করুন