বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রতিষেধক আবিষ্কারে ৬৬ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। দিনে দিনে বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণার জন্য ৬৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ভ্যাকসিন গবেষণা, এন্টি-ভাইরাল গবেষণা ও শ্বাসতন্ত্রের নানা মেডিকেল পরীক্ষার জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। এই ফান্ডের মূল উদ্দেশ্য জীবন বাঁচানো বলে জানান তিনি।

জানা যায়, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আনার সাথে সংক্রমণ যাতে হ্রাস পায় সেই ব্যবস্থার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া এই উদ্যোগ নিচ্ছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় সাত হাজার দুইশত করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  রাশিয়া সাথে আমাদের সম্পর্ক পাথরের মতো শক্ত : চীন

সংবাদটি শেয়ার করুন