বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শক্তি হারাচ্ছে করোনা!

করোনা তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। এবং মৃতের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯৬০ জন। তবে এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন ইতালির একজন চিকিৎসা বিজ্ঞানি। তার দাবি, দিন দিন শারীরিক ক্ষতি করার ক্ষমতা হারাচ্ছে করোনাভাইরাস।

তিনি হলেন, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো। তিনি বলেন, বাস্তবতা হল ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।

প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলেন, ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।

এছাড়া, ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক ও উই চ্যাট

সংবাদটি শেয়ার করুন